আফগানিস্তানে ড্যানিস দূতাবাসে গাড়ি বোমা হামলা

আফগানিস্তানে ড্যানিস দূতাবাসে গাড়ি বোমা হামলা


অনলাইন ডেস্কঃ আফগানিস্তানে অবস্থিত একটি ড্যানিস দূতাবাসে গাড়ি বোমা হামলা চালানো হয়েছে। ওই দূতাবাস ন্যাটো বাহিনীর কার্য ক্রমের সঙ্গে সম্পৃক্ত। রোববার রাজধানী কাবুলের পশ্চিমাঞ্চলে ওই হামলা চালানো হয়।

কর্মকর্তারা জানিয়েছেন, হামলায় পাঁচ বেসামরিক নাগরিক আহত হয়েছে। তবে ওই দূতাবাসের তরফ থেকে এখনও কোনো তথ্য জানানো হয়নি।

এখনও পর্যন্ত কোনো গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করেনি। সুত্রঃ জাগো নিউজ

Post a Comment

Previous Post Next Post