মায়ানমারে গনহত্যার প্রতিবাদে কুলাউড়া বন্ধুসভার মানববন্ধন

মায়ানমারে গনহত্যার প্রতিবাদে কুলাউড়া বন্ধুসভার মানববন্ধন
মায়ানমারে গনহত্যার প্রতিবাদে কুলাউড়া বন্ধুসভার মানববন্ধন


বিশেষ প্রতিনিধিঃ রোহিঙ্গা মুসলমানদের গনহত্যার প্রতিবাদে প্রথমআলো কুলাউড়া বন্ধুসভার আয়োজনে মানববন্ধন কর্মসূচী সম্পন্ন হয়েছে।

রোহিঙ্গারা মরবে কেন, রাখাইন রাজ্যে শান্তি আনো। এই স্লোগানে রোহিঙ্গা মুসলিম গণহত্যা ও নির্যাতনের প্রতিবাদে দৈনিক প্রথমআলোর পাঠক সংগঠন বন্ধু সভার উদ্যোগে ১৯ সেপ্টেম্বর মঙ্গলবার বেলা ১১.০০ ঘটিকার সময় স্থানীয় চৌমুহনী চত্বরে এক মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে। কুলাউড়া বন্ধু সভার ২০১৭ বর্ষের সভাপতি তকলিফুল ইসলামের সভাপতিত্বে ও কুলাউড়া বন্ধুসভার সহসভাপতি নাজমুল বারী সুহেলের পরিচালনায় বক্তব্য দেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল, বিশিষ্ট চিকিৎসক ডাঃ হেমন্ত চন্দ্র পাল, কবি ভানু পুরকায়স্থ, সাপ্তাহিক কুলাউড়ার ডাক পত্রিকার বার্তা সম্পাদক এম. মছব্বির আলী, কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা শহীদুল ইসলাম তনয়, ইউনাইটেড রয়েলস্ ক্লাবের বোর্ড চেয়ারম্যান আজাদ আহমদ, কুলাউড়া প্রেস ক্লাবের (একাংশ) সহ সভাপতি মইনুল হক পবন, সাংবাদিক সমিতি কুলাউড়া ইউনিটের সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম, সাপ্তাহিক মানব ঠিকানার চীফ রির্পোটার আলাউদ্দিন কবির, সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার সিনিয়র স্টাফ রির্পোটার এস.আলম সুমন, সাপ্তাহিক কুলাউড়ার সংলাপ পত্রিকার স্টাফ রির্পোটার সুমন আহমদ, এপেক্স ক্লাব অব মৌলভীবাজারের বোর্ড সদস্য আবু মুসা খান, শেড অব নেচারের সভাপতি সিরাজুল আলম জুবেল, প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিন ইসলাম মাহিন, বিশিষ্ট সংগঠক মাহফুজ শাকিল, রুদ্র বীনা সংগীত বিদ্যালয়ের বোর্ড সদস্য এইচডি রুবেল, সোস্যাল কেয়ার অব নেশনের সভাপতি খায়রুল কবির জাফর প্রমুখ। 

বক্তারা বলেন অবিলম্বে মিয়ানমারে যেভাবে মুসলিম গণহত্যা নির্যাতন চলছে তা বন্ধ করতে হবে নতুবা বাংলাদেশের সকল মানুষ ঐক্য গড়ে তুলে মিয়ানমারে গিয়ে প্রতিরোধ গড়ে তুলে মুসলমানদের রক্ষার লড়াই চালিয়ে যাবে। উক্ত মানববন্ধন কর্মসূচীতে আরও যারা উপস্থিত ছিলেন তারা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাঈদ খান শাওন, ইউআরসির বোর্ড সদস্য শওকতজামান খান জিয়া, খন্দকার সাইফুর রহমান আফজল, সভাপতি জায়েদ রহমান, সাধারণ সম্পাদক মুক্তাদিরুল ইসলাম তুহিন, ছাতাপীর (রহঃ) স্মৃতি পরিষদ ও ইমাম হাসান হোসেইন স্মৃতি পরিষদের সদস্যরা, কুলাউড়া বন্ধু সভার যে বন্ধুরা অক্লান্ত পরিশ্রম করে মানববন্ধন কর্মসূচী সফল করেছেন তারা হলেন কুলাউড়া বন্ধুসভার উপদেষ্ঠা মাহবুব হোসাইন মাছুম, সহ সভাপতি আফজাল আহমদ, কাওছার আহমদ সাব্বির, সাধারণ সম্পাদক এ,কে,এম জাবের, সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল ইসলাম, যোগাযোগ সম্পাদক জিয়াউর রহমান, প্রচার সম্পাদক সোহেল আহমদ, অর্থ সম্পাদক আজিজুল ইসলাম উজ্জ্বল, সমাজ কল্যাণ সম্পাদক জহুরুল আমিন জাহান, ক্রীড়া সম্পাদক জামাল তালুকদার, দুর্যোগ ও ত্রাণ সম্পাদক আশীষ আচায্য অপু, কার্যকরী কমিটির সদস্য সামছুর রহমান, আব্দুল বাছিত জাহাঙ্গীর, হারুন-উর-রশীদ, মোঃ আব্দুল আজিজ, শামসুল আলম সজীব, শিপন আহমদ, বাপ্পী প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post