![]() |
| কমলগঞ্জের পতনউষারে রোহিঙ্গা হত্যার প্রতিবাদে মিছিল ও মানববন্ধন |
হিফজুর রহমান তুহিনঃ মৌলভীবাজারের সচেতন কমলগঞ্জবাসীর উদ্যেগে আরাকানে রোহিঙ্গাদের নির্বিচারে হত্যা নির্যাতন ও রোহিঙ্গাদের বাড়ীঘর জ্বালিয়ে দিয়ে নারকীয় তান্ডব সৃষ্টির প্রতিবাদের এবং হত্যা নির্যাতন বন্ধে মায়ানমারের বিরুদ্ধে জাতি সংঘের মাধ্যমে আন্তর্জাতিক অবরোধ প্রয়োগের দাবি জানিয়ে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ শুক্রবার (২২ সেপ্টেম্বর) বাদ জুআ রামেশ্বর পুর, (সিএনজি) স্ট্যান্ডে অনুষ্ঠিত হয়। বক্তারা বলেন, জগতের সকল প্রাণী সুখী হউক বাণী উচ্চারণ করে রোহিঙ্গাদের নির্মুল করার উৎসবে এবং জীব হত্যা মহাপাপ বানী শুনিয়ে মানুষ হত্যার মহোৎসবে মেতেছে জঙ্গি মায়ানমার সরকার ও ডাইনী সুচি। বক্তারা অবিলম্বে বিশ্ব বেশ্যা সুচিকে আন্তর্জাতিক সম্প্রদায়কে মায়ানমারে মধ্যযুগীয় তান্ডবের প্রতিরোধে এগিয়ে সবাইকে আসার আহ্বান জানান। এ সময় বক্তব্য রাখেন, মাওঃ মুশাহিদ আলী কাসিমী ও মাওঃ নুরুল মোত্তাকিন জুনাইদ সাহেব সহ বিশিষ্ট উলামা বৃন্দ।
অাসরের নামাজের পরপরই মসজিদ সম্মুখ থেকে বিশাল জনতার বিক্ষোভ মিছিল নিয়ে রুপষপুর বন্দর বাজারে একত্রিত হয়ে অং সাং সুচির কুশ পুত্তলকা দাহ করা হয়। প্রতিবাদ সভায় বিক্ষোভ মিছিলে দলমত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ সকল শ্রেণীর লোক অংশ গ্রহণ করেন পরিশেষে মোনাজাতের মাধ্যমে পরিসমাপ্তি হয়।
