আমিন জাহানঃ পানিবন্দী মানুষের আর্তনাদ আর তাদের কান্যার আওয়াজ আবেগপ্রুত করে তুলেছে প্রবাসে বসবাসরত কুলাউড়াবাসীর। বন্যার শুরু থেকেই কুলাউড়ার প্রবাসীরা তাদের কষ্টাজীত রোজগারের অর্থ থেকে স্বদেশে বসবাসরত পানিবন্দী মানুষের দিকে সাহায্যের হাত প্রসারিত করেছেন।
এরই ধারাবাহিকতায় শাহ্ সৈয়দ রাশিদ আলী (র.) ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের উপদেষ্টা কাতার প্রবাসী আলহাজ্ব আবদুল্লাহ আল মামুন রেনু’র অর্থায়নে কুলাউড়া পৌর এলাকার বন্যায় ক্ষতিগ্রস্তদের মধ্যে ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে।
৬ সেপ্টেম্বর দুপুরে সাপ্তাহিক সীমান্তের ডাক পত্রিকার কার্যালয় থেকে বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারগুলোর মধ্যে ত্রাণ সামগ্রি তুলে দেওয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য ও ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তারি চৌধুরী মুন্নি, ফাউন্ডেশনের চেয়ারম্যান ও শাহ্ জালাল সমবায় সমিতি আল-আইন (ইউ.এ.ই) এর সভাপতি লোকমান হোসাইন আনু, কুলাউড়া প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক আমাদের অর্থনিতি’র জেলা প্রতিনিধি স্বপন কুমার দেব রতন, ফাউন্ডেশনের উপদেষ্টা ও ইত্যাদি নিউজের স্পেশাল বার্তা পরিবেশক মোক্তাদির হোসেন, দৈনিক কাজির বাজার প্রতিনিধি শাহ্ আলম শামীম, শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি এস এইচ সৈকত, ব্যবসায়ী হাজ্বী ফয়জুর রহমান, সোয়েদ আহমদ, উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক সামছুল ইসলাম, ডেইলি বিডি মেইলের স্পোর্টস এডিটর জহুরুল আমিন জাহান, ফাউন্ডেশনের সদস্য সুফিয়া হক, পারুল মিয়া, মো. আবদুল ওয়াহিদ ও মো. এলাইছ মিয়া প্রমুখ।
