বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউনিয়ন শাখার উদ্যােগে টিলাগাঁও বাজার হাজী তাহির আলী কমিউনিটি সেন্টারে এক আলোচনা সভা অনুষ্টিত হয়, জ্ঞানেন্দ্র ধরের সভাপতিত্বে এবং বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ টিলাগাঁও শাখার সাধারন সম্পাদক, হিন্ধু, বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ কুলাউড়া উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র ধরের উপস্থাপনায়, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাবেক সাধারন সম্পাদক হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের কুলাউড়া শাখার সাধারন সম্পাদক গৌরা দে ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেনঃ নিপেন্ত্র পাল- সাঃ সম্পাদক জাতীয় হিন্দু মহাজোট মৌলভীবাজার জেলা শাখা, কান্ত দেব- সভাপতি ছাত্র যুব ঐক্য পরিষদ কুলাউড়া, সুদীপ্ত চৌধুরী সত্যম- সাঃ সম্পাদক ছাত্র যুব ঐক্য পরিষদ কুলাউড়া ও যুগ্ম সাধারন সম্পাদক কুলাউড়া উপজেলা ছাত্রলীগ, সঞ্জু দেব- সদস্য ছাত্র যুব ঐক্য পরিষদ কুলাউড়া, সৈয়দ রশিদ আলী- সভাপতি বাংলাদেশ আওয়ামীলীগ টিলাগাঁও ইউ.পি শাখা, মোঃ আসাদুর রহমান- সহ-সাঃ সম্পাদক বাংলাদেশ আওয়ামীলীগ টিলাগাঁও ইউ.পি শাখা, মনোজ মিত্র- সভপতি হাজীপুর ইউ.পি শাখা পুজা পরিষদ, অঞ্জন গৌস্বামী- সভাপতি পুজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউ.পি শাখা, রাজেশ্বর সিংহ- সম্পাদক পুজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউ.পি শাখা, ফুলু চন্দ্র দেবনাথ- সহ-সভাপতি পুজা উদযাপন পরিষদ টিলাগাঁও ইউ.পি শাখা, বিভাস ভট্রাচার্য- সাঃসম্পাদক পুজা পরিষদ টিরাগাঁও ইউ.পি শাখা।
আরও উপস্থিত ছিলেন, দীলিপ দেব, আলাউদ্দিন মাহমুদ, গৌরাঙ্গঁ দে, বিভাষ ভট্রাচার্য্য, নকুল সুত্রধর, অনিমেশ দে, গৌরী নাইডু, শিফুল দে, সরোজ দে, বিপুল বিগারী পাল সহ টিলাগাঁও ইউনিয়নের বিভিন্ন পুজা মান্ডপের প্রতিনিধি ও এলাকার গন্যমান্য ব্যাক্তি বর্গ। আলোচনা সভায় স্বঘোষিত কমিটির নেতৃবৃন্দের মাধ্যমে যেন অনুদান বন্টন করা না হয়। #বিজ্ঞপ্তি
