ইয়েমেনে বিমান হামলায় নিহত ৭

অনলাইন ডেস্কঃ ইয়েমেনের রাজধানী সানায় পুলিশের তল্লাশি চৌকিতে গতকাল বুধবার বিমান হামলায় কমপক্ষে সাতজন নিহত হয়েছেন। এদের পাঁচজন বেসামরিক নাগরিক এবং বাকি দুইজন তল্লাশি চৌকির নিরাপত্তা রক্ষী বলে জানা গেছে।

এ ব্যাপারে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সানার ১০ কিলোমিটার পশ্চিমে মাসাজেদ জেলায় এই হামলায় একটি গাড়ি বিধ্বস্ত হয় এবং সেটি নিকটবর্তী একটি গ্যাস স্টেশনে ধাক্কা খায়। এর ফলে সেখানেও আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা বৃদ্ধি পেতে পারে।

সৌদি নেতৃত্বাধীন জোট বাহিনী এই হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উল্লেখ্য, ২০১৫ সালের মার্চ মাস থেকে হুতি বিদ্রোহী এবং প্রেসিডেন্ট আলী আবদুল্লাহ সালেহের সমর্থকদের মধ্যে লড়াইয়ে এখন পর্যন্ত ১০ হাজারেরও বেশি মানুষ মারা গেছেন বলে জানা গেছে।

সূত্র: রয়টার্স ও আল জাজিরা

Post a Comment

Previous Post Next Post