ট্রেনের অগ্রিম টিকিটে ঈদযাত্রা শুরু

অনলাইন ডেস্কঃ পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিটে আজ সোমবার থেকে ঈদযাত্রা শুরু হয়েছে। তবে রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবার থেকে ঈদযাত্রা শুরু হয়ে গেছে।
এদিন ট্রেন চলেছে স্বাভাবিক যাত্রী নিয়ে, তেমন ভিড় ছিল না।

এ ব্যাপারে রেলের কর্মকর্তারা জানান, অগ্রিম টিকিট বিক্রি করা হয়েছে ২৮ থেকে ১ সেপ্টেম্বর পর্যন্ত। তবে রেলমন্ত্রী মুজিবুল হক ঈদযাত্রা ২৭ আগস্ট থেকেই শুরু করার নির্দেশনা দেন। এজন্য রবিবারের ট্রেনগুলোকেও ঈদের ট্রেন হিসেবে চালানো হয়। এদিন রাত ৯টা পর্যন্ত ১৮টি ট্রেন ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে ছেড়ে যায়।

এর মধ্যে রবিবার সকালে বনানীতে রেলের একটি লাইনে ত্রুটির কারণে কিছুক্ষণ ট্রেন চলাচল বন্ধ ছিল। এ কারণে ১১টি ট্রেন সময় মেনে চলতে পারেনি। এগুলো গাজীপুরের জয়দেবপুর থেকে কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত বিভিন্ন স্টেশনে দাঁড় করিয়ে রাখা হয়।

Post a Comment

Previous Post Next Post