অনলাইন ডেস্কঃ কুয়েত প্রবাসী মোহাম্মদ আলমগীর হোসেনের (৪৯) মরদেহ দেশে আসবে শুক্রবার। বৃহস্পতিবার কুয়েত বিমানবন্দর থেকে তার মরদেহ বহনকারী একটি ফ্লাইট ঢাকার পথে রওনা করেছে। শুক্রবার শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে ফ্লাইটটি এসে পৌঁছবে।
বুধবার সন্ধ্যায় কুয়েতের সোলবিয়া কবরস্থানে নিহতের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। আলমগীর হোসেন কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলার কনকাপৈত ইউনিয়নের আব্দুর রশিদের দ্বিতীয় পুত্র।
নিহতে আত্মীয় আব্দুর রাজ্জাক ভূইয়া জানান, ১৯৯১ সালে আলমগীর হোসেন কুয়েতে আসেন। তিনি কুয়েতে কেজিএল কোম্পানির প্রোজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সোমবার সাড়ে ১০টায় নিজ কর্মস্থলে স্ট্রোক করেন স্থানীয় তিনি। তকে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। তার অকাল মৃত্যু বাংলাদেশ কমিউনিটির সভাপতি জাহাঙ্গীর হোসেন পাটোয়ারী ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন এবং নিহতের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।