৯৬ বছর বয়সে ব্রিটেনের প্রিন্স ফিলিপের অবসর

অনলাইন ডেস্কঃ ব্রিটেনের প্রিন্স ফিলিপের বয়স এখন ৯৬। পুরোটা জীবনে তার কেটেছে ব্রিটিশ রাজসিংহাসনের দায়িত্ব পালন করে। আজ বুধবার ডিউক অব এডিনবার্গ ফিলিপ আনুষ্ঠানিকভাবে রাজকীয় দায়িত্ব থেকে অবসর নিচ্ছেন। আজ বাকিংহাম প্রাসাদ প্রাঙ্গণে আয়োজিত রাজকীয় নৌবাহিনীর কুচকাওয়াজে যোগ দেবেন তিনি। ব্রিটিশ প্রিন্স হিসেবে এটাই হবে তার শেষ দায়িত্বপালন।  

১৯৫২ সালে ব্রিটেনের সিংহাসনে রাণী দ্বিতীয় এলিজাবেথের আরোহণের পর এটিসহ মোট ২২ হাজার ২১৯টি রাজকীয় অনুষ্ঠানে অংশ নিয়েছেন প্রিন্স ফিলিপ। এছাড়া স্ত্রী রাণী এলিজাবেথের (৯১) সঙ্গেও অসংখ্য অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ব্রিটেনের রাজপরিবারের অন্য অনেক তরুণ সদস্যদের চেয়ে রাজ কর্মকাণ্ডে তিনিই বেশি সক্রিয় ছিলেন।  

তবে বার্ধক্যজনিত ও নানা কারণে গত কয়েক বছর ধরে রাণী এলিজাবেথ ও প্রিন্স ফিলিপ নিজেদের দায়িত্বগুলো রাজপরিবারের তরুণ সদস্যদের কাছে হস্তান্তর করে আসছিলেন। সূত্র : ইয়াহু নিউজ

Post a Comment

Previous Post Next Post