বিজিবি-বিএসএফের মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ

অনলাইন ডেস্কঃ বাংলাবান্ধা জিরো পয়েন্ট সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্ত রক্ষা বাহিনী (বিএসএফ) ও বাংলাদেশ বর্ডার গার্ডের (বিজিবি) মধ্যে প্রীতি ভলিবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্বের গাঢ় বন্ধনকে অটুট রাখা, সীমান্তে মাদক, চোরাচালান ও নারী- শিশু পাচার বন্ধে পারস্পারিক সহযোগিতার হাত আরও জোরদারের লক্ষ্যে এ ম্যাচ আয়োজন করা হয়।

সোমবার বিকেলে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়নের আয়োজনে এই প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হয়। ভারত বাংলাদেশের প্রায় সহস্রাধিক নাগরিক খেলাটি উপভোগ করেন।

এসময় ভারতের ফুলবাড়ি ৬৬ ব্যাটলিয়নের ডি আইজি অজিত কুমার, কমান্ডিং অফিসার দিনেস কুমার, সহকারি সেক্টর কমান্ডার অরুন কুমারসহ বিএসএফ সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের পক্ষে সেক্টর কমান্ডার কর্নেল দেওয়ান মোহাম্মদ লিয়াকত আলী, পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আল হাকিম মোহাম্মদ নওশাদ উপস্থিত ছিলেন। খেলা শেষে অতিথিরা খেলোয়ারদের মধ্যে শুভেচ্ছা পুরস্কার তুলে দেন ।

Post a Comment

Previous Post Next Post