লিজেন্ড’স অব কুলাউড়ার উদ্যোগে সুবিধাবঞ্জিত এবং পথশিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ

নিজস্ব প্রতিবেদক:  লিজেন্ড’স অব কুলাউড়ার পক্ষ থেকে দরিদ্র অসহায় সুবিধাবঞ্জিত শিশুদের মধ্যে ঈদ বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ ৩১ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে ৮০ জন দরিদ্র শিশুদের মধ্যে এ ঈদ বস্ত্র বিতরণ করা হয়। মৌলভীবাজারের কুলাউড়া শহরের রাবেয়া আদর্শ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে উক্ত সংগঠনের সভাপতি মো. আরমান হোসেন এর সভাপতিত্বে এবং মোফাজ্জল হোসেন লিটন এর পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য্য সজল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাবনিয়া হাসিমপুর নিজামিয়া আলীম মাদরাসার সুপার মাওলানা আহসান উদ্দিন, উত্তর কুলাউড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক সালাউদ্দিন আজিজ, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আব্দুছ ছালাম, বেগমানপুর স্কুলের প্রধান শিক্ষিকা নূরজাহান বেগম, কুলাউড়া প্রেস ক্লাবের সম্পাদক ও মানব ঠিকানার বার্তা সম্পাদক চৌধুরী আবু সাঈদ ফুয়াদ, সকালের খবরের প্রতিনিধি সাইদুল হাসান সিপন, সাপ্তাহিক সংলাপ পত্রিকার স্টাফ রিপোর্টার ইউসুফ আহমদ ইমন, লিজেন্ডে’স অব কুলাউড়ার সাধারণ সম্পাদক ফাহিম আহমদ, সাংগঠনিক সম্পাদক রনি আহমদ, সদস্য মো. ইসমাইল হোসাইন। এছাড়াও উপস্থিত ছিলেন মানব জমিন পত্রিকার কুলাউড়া প্রতিনিধি মো. আলাউদ্দিন কবির, সংবাদকর্মী জিয়াউল হক জিয়া, উক্ত সংগঠনের অর্থ সম্পাদক সাইফুল আনাম অনিক, রেদওয়ান কম্পিউটারের স্বত্তাধিকারী ও সংগঠনের প্রচার-প্রকাশনা সম্পাদক মোহাম্মদ রেদওয়ান হোসাইন, সদস্য সুরজিৎ দাস, রাসেল মাহমুদ, আবু বকর দুলাল, আফসার উদ্দিন আহমদ সাব্বির, আব্দুল আজিজ চৌধুরী, সুহেল আহমদ, প্রীতম দে, ফজলে রাব্বি, সাগর আহমদ, আরিয়াদ সামছুল রুবেল, আল-মাসুদ, চৌধুরী রহমান নবীন, মনোয়ার আলম, দেবাশীষ দীপক, আব্দুল আলী রুমন, মাহবুব আহমদ।#

Post a Comment

Previous Post Next Post