সাকিবের পরিবর্তে ফিলিপস

স্পোর্টস ডেস্কঃ ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) আর খেলা হচ্ছে না টাইগার তারকা সাকিব আল হাসানের। অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য দেশে ফিরে আসতে হচ্ছে সাকিব আল হাসানকে। তবে এরই মধ্যে সাকিবের পরিবর্তে নিউজিল্যান্ড কিপার ব্যাটসম্যান গ্লেন ফিলিপসকে দলে ভিড়িয়েছে জ্যামাইকা তালাওয়াহস।

নিউজিল্যান্ডের হয়ে এখন পর্যন্ত মাত্র একটি আন্তর্জাতিক ম্যাচ খেলার অভিজ্ঞতা রয়েছে এই উইকেটরক্ষক ব্যাটসম্যানের। তবে সবমিলিয়ে ১১ টি-টোয়েন্টিতে ৪১.৫৫ গড়ে ৩৭৪ রান করেছেন এই উইকেটকিপার ব্যাটসম্যান। ব্যক্তিগত সর্বোচ্চ ১১৬ রান।

এদিকে সাকিবের পাশাপাশিদেশে ফিরে আসতে হচ্ছে আরেক বাংলাদেশি মেহেদী হাসান মিরাজকে। সাকিবের বেশ কয়েকটি ম্যাচ খেললেও ত্রিনবাগো নাইটের হয়ে কোন ম্যাচ না খেলেই দেশে ফিরে আসতে হচ্ছে এই অল-রাউন্ডারকে।

Post a Comment

Previous Post Next Post