মৌলভীবাজার কৃষকলীগের আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: মৌলভীবাজারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪২ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে শোক র‌্যালী, আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে বাংলাদেশ কৃষকলীগ মৌলভীবাজার জেলা শাখা। শনিবার দুপুরে মৌলভীবাজার পৌর মিলনায়তনে জেলা সভাপতি জমশেদ আহমদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ চৌধুরী পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার ৩ আসনের সংসদ সদস্য সৈয়দা সায়রা মহসীন। বিশেষ অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুর রহমান, মৌলভীবাজার পৌরসভার মেয়র মো: ফজলুর রহমান,জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মো: ফিরুজ, জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাশহুদ আহমদ,জেলা আওয়ামীলীগের সদস্য এমএ রহিম সিআইপি,জেলা আওয়ামীলীগের সদস্য ও সাবেক ভিপি আব্দুল মালেক তরফদার সুয়েব, জেলা যুবলীগের সভাপতি নাহিদ আহমদ। বক্তব্য রাখেন, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদুল হক মিন্টু, কৃষকলীগ জেলা সাংগঠনিক সম্পাদক জাফর আহমদ গিলমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এর আগে বৃষ্টি উপেক্ষা করে একটি শোক র‌্যালী মৌলভীবাজার শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

Post a Comment

Previous Post Next Post