৭৯ বছর পর মঈন আলীর হ্যাটট্রিক কীর্তি!

স্পোর্টস ডেস্কঃ ১৯৩৮ সালে প্রথম কোনো ইংলিশ স্পিনার হিসেবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে হ্যাটট্রিক করেছিলেন টম গোডার্ড। তার ৭৯ বছর পর সেই দক্ষিণ আফ্রিকার বিপক্ষেই ওভাল টেস্টে হ্যাটট্রিক করেছেন মঈন আলী। ওভাল ক্রিকেট গ্রাউন্ডের ইতিহাসেও প্রথম কোনো বোলার হিসেবে টেস্টে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখালেন এই ইংলিশ স্পিনার।

অবশ্য মঈন আলীর হ্যাটট্রিকটি এক ওভারে হয়নি। ৭৬তম ওভারের শেষ দুই বলে তিনি নেন দুই উইকেট। এরপর ৭৮তম ওভারের প্রথম বলেই নেন আরেক উইকেট। এর মধ্য দিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। নিশ্চিত করেন দলের জয়ও। তাই হ্যাটট্রিকসহ চার উইকেট নেওয়ার দিনে ইংল্যান্ড জিতেছে ২৫২ রানে।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তৃতীয় টেস্টের পঞ্চম দিনে ৭৬তম ওভারের পঞ্চম বলে ডিন এলগারকে স্লিপে বেন স্টোকসের হাতে ক্যাচ দিয়ে আউট করেন মঈন আলী। পরের বলে একই জায়গায় সেই স্টোকসকেই ক্যাচ দিয়ে সাজঘরে ফেরেন কাগিসো রাবাদা। ৭৬তম ওভার শেষ। এরপর ৭৮তম ওভারে আবার বল হাতে আসেন মঈন আলী। তার করা প্রথম বলেই এলবিডব্লিউ মরনে মরকেল। এর মধ্য দিয়ে মঈন গড়লেন অনন্য এক কীর্তি। টম গোডার্ডের পর প্রথম কোনো ইংলিশ স্পিনার হিসেবে হ্যাটট্রিক করার নজির স্থাপন করেন।

Post a Comment

Previous Post Next Post