নওয়াজিশ আহমদ আদিবঃ আমাদের সমাজ ব্যবস্থাটি হল বিশ্বের অন্যান্য উন্নয়ন দেশের থেকে সম্পূর্ণ আলাদা।মই দিয়ে উপরে তুলা হয় আবার আকস্মিক ভাবে মইটি সরিয়ে নেওয়া হয়।
হুম আমি আমাদের শিক্ষা ব্যবস্থাকেই বলছি।এই যে,দেখেন হঠাৎ করে পাশের হার বাড়িয়ে ৯০% ছুইছুই।আবার পূর্বপ্রস্তুতি না নিয়ে ফল বিপর্যয়। এর ফল কি?
শিক্ষা ব্যবস্থার কি উন্নতি হচ্ছে;আপনারাই ভাল বলতে পারেন আমার থেকে।
তবে উন্নতি যে লক্ষণীয় তা আমরা এইবারের H.S.C পরীক্ষায় অংশগ্রহণকারী একটি বোর্ডের দিকে তাকালেই অনুমান করতে পারি।১১জন অকৃতকার্য শিক্ষার্থী তাদের প্রাণ ত্যাগ করে শিক্ষা ব্যবস্থার পথটি সুগম করে গেছেন।
তারা ছিল অকৃতকার্য, সমাজের বুঝা!
কি, এমন ছিল শিক্ষার্থীদের আশকারা দিয়ে মাথায় তুলা আবার হঠাৎ করে দড়ি টেনে নেওয়া!
এবার আসি সৃজনশীল শিক্ষা ব্যবস্থায় -
শিক্ষার্থীদের সৃজনশীল শিক্ষাদান হুম খুবই ভাল পদক্ষেপ। "কিন্তু আমাদের প্রথম দেখতে হবে যে, এই সৃজনশীল পাঠদান দেওয়ার মত পর্যাপ্ত শিক্ষক- শিক্ষিকা কি আছেন?
হুম আমি বলব অবশ্যই আছেন।কিন্তু তা হাতে গোনা শ'খানেক।
এ নিয়ে কি একটি সৃজনশীল জাতি গড়ে তুলা সম্ভব?
পাঠক আমার থেকে আপনারই ভাল বলতে পারবেন। তাছাড়া অধিকাংশ দেশে, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলোতে শিক্ষা ব্যবস্থা মেধাবীবান্ধব নয়। বাংলাদেশও এই খাতে ব্যতিক্রম নয়। গবেষকরা বলেন, মেধাবী শিক্ষার্থী তৈরি করতে হলে সবার আগে মেধাবীবান্ধব শিক্ষা পরিবেশ নিশ্চিত করতে হবে।আমরা কি সেই পথে আগাচ্ছি!
ট্যাগ »
আপনার মতামত