১১৭ যাত্রী নিয়ে নিখোঁজ বিমানের সন্ধান মিলল ৫০ বছর পর!

অনলাইন ডেস্কঃ ১৯৬৬ সালের জানুয়ারি মাসে বম্বে থেকে নিউইয়র্ক যাওয়ার পথে পর্বতশৃঙ্গের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭০৭। এতে মৃত্যু হয় ১১৭ জন যাত্রীর। ৫০ বছরেরও পর আল্পসে মিলল ভেঙে পড়া সেই এয়ার ইন্ডিয়ার যাত্রীদের দেহাংশ। সম্প্রতি ফ্রান্সের মঁ ব্লাঁ পর্বতের বোসনস হিমবাহে খোঁজ মিলিছে দুর্ঘটনাগ্রস্ত নিখোঁজ বিমানটির।

কলকাতা টুয়েন্টিফোর'র খবরে বলা হয়, এত বছর পর বিমানটির ধ্বংসাবশেষের সন্ধানে নেমে মৃত যাত্রীদের একটি হাত এবং একটি পায়ের ঊর্ধ্বাংশ উদ্ধার করেন ড্যানিয়েল নামের একজন। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে ড্যানিয়েল জানিয়েছেন, দেখে মনে হয়েছে দেহাংশগুলি ১৯৬৬ সালের বোয়িং ৭০৭ বিমানের কোন মহিলা যাত্রীর। তবে শুধু দেহাংশ নয়, বিমানের চারটি জেট ইঞ্জিনের মধ্যে একটি ইঞ্জিনও খুঁজে বের করেছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post