কুলাউড়া ও জুড়ীতে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্টিত

বিশেষ প্রতিনিধি: কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারন সম্পাদক এস এম জাকির হোসাইনের নির্দেশনায় ও বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল ষ্টুডেন্ট এসোসিয়েশন মৌলভীবাজার এবং সিলেটের যৌথ আয়োজনে কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের দূর্গাপুর ও ভৈরবগঞ্জ বাজারে এবং জুড়ী উপজেলার হাকালুকি আশ্রয়কেন্দ্র উচ্চ বিদ্যালয় কেন্দ্রে বন্যাদুর্গত এলাকায় ১১ জুলাই মঙ্গলবার দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প সফলভাবে সম্পন্ন হয়েছে। সকাল ১০ টায় দূর্গাপুর গ্রামে কেন্দ্রীয় ছাত্রলীগ সদস্য ও ক্যাম্পের উদ্যোক্তা মোঃ জীবন রহমান আনুষ্টানিক ভাবে ক্যাম্পের উদ্ভোধন করেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা সাংবাদিক ফোরামের সাধারন সম্পাদক ও সাপ্তাহিক আমার কুলাউড়ার সম্পাদক এম. মছব্বির আলী। বক্তব্য রাখেন, জুড়ী উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখরুল ইসলাম, ইউনাইটেড রয়েলস ক্লাব সভাপতি মাহফুজ শাকিল, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল ষ্টুডেন্ট এসোসিয়েশন এর কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ইয়াছির আতিক, জেলা ছাত্রলীগ নেতা মোঃ খয়রুল ইসলাম, ডাঃ এম এ হাসনাত শরীফ, ডাঃ সাহাব উদ্দিন বাবলু, ডাঃ কিবরিয়া, ডাঃ মুন্নি, ডাঃ খালেদা, বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশন মৌলভীবাজার জেলার সভাপতি বাবলু দাস অংকন, সহ-সভাপতি মোছাঃ মোমাইনা আক্তার তুলি, জামিল, জিয়া, আতিক, ফয়জুর, কামরুল, সুভা, নাজির, অসীত, নাজির। বঙ্গবন্ধু ডিপ্লোমা মেডিকেল স্টুডেন্ট'স এ্যাসোসিয়েশন সিলেট জেলার ভারপ্রাপ্ত সভাপতি ফয়জুল, সাধারণ সম্পাদক রায়হান, সাইদুর, জুয়েল, উত্তম, আল-আমিন, নাজির, হোসাইন, সমাজসেবক অপু আচার্য্য। ৩টি মেডিক্যাল কেম্পে প্রায় ১৫ শতাধিক রোগীকে চিকিৎসা ও ফ্রি ঔষধ প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post