কুলাউড়ায় ভারতীয় মদসহ আটক এক

কুলাউড়া প্র‌তি‌নি‌ধি :  মৌলভীবাজা‌রের কুলাউড়া উপ‌জেলার সীমান্তবর্তী মুড়ইছড়া এলাকা থে‌কে দু‌টি অ‌ভিযা‌নে মোট ৭৮ বোতল (র‌য়েল স্টিজ) ভারতীয় মদ উদ্ধার ক‌রে‌ছে বি‌জিবি -৪৬ ব্যাটা‌লিয়ান। 

এসময় সাইদুর রহমান উরু‌ফে মন্তর (২৬)কে আটক ক‌রে‌ছে বি‌জি‌বি। সে উপ‌জেলার কর্মধা ইউ‌নিয়‌নের মুড়ইছড়া নয়া ব‌স্তি এলাকার শহীদ মিয়ার ছে‌লে।

বৃহস্পতিবার (২৭ জুলাই) ভো‌রে উপ‌জেলার সীমান্তবর্তী কমলা‌ টিলা এলাকা থে‌কে ৭১ বোতল এবং এর আ‌গে ২৬ জুলাই রা‌তে টা‌ট্রিউলা এলাকা থে‌কে ৭ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়। যার বাজারমুল্য ১ লক্ষ ১৭ হাজার টাকা।

জানা যায়, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে ২৭ জুলাই ভো‌রে বি‌জি‌বি ৪৬ ব্যাটা‌লিয়া‌নের হা‌বিলদার জালাল আহ‌মেদের নেতৃ‌ত্বে অ‌ভিযান ক‌রে ৭১ বোতল ভারতীয় মদ উদ্ধার ক‌রেন। এসময় ওই মদ বহনকারী ব্যা‌ক্তি বি‌জি‌বির উপ‌স্থি‌তি টের পে‌য়ে পা‌লি‌য়ে যায়। এর আ‌গে গত ২৬ জুলাই রা‌তে বি‌জি‌বির না‌য়েব সু‌বেদার আব্দুল হাই এর নেতৃ‌ত্বে অ‌ভিযান ক‌রে ৭ বোতল ভারতীয় মদ সহ সাইদর রহমান মন্তর‌কে আটক করা হয়। উভয় অ‌ভিযা‌নে উদ্ধারকৃত ভারতীয় ম‌দের বাজারমুল্য ১ লক্ষ ১৭ হাজার টাকা।

মুড়ইছড়া বি‌জি‌বি হা‌বিলদার জালাল আহমদ অ‌ভিযা‌নের সত্যতা নি‌শ্চিত ক‌রেন।

Post a Comment

Previous Post Next Post