দু'দিনের ধর্মঘটে ভেনেজুয়েলায় নিহত ৩

অনলাইন ডেস্কঃ ভেনেজুয়েলায় ৪৮ ঘণ্টার জন্য ডাকা বিরোধীদলের ধর্মঘটে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে অন্তত তিনজন নিহত হয়েছে। বৃহস্পতিবার দেশটির সরকারি আইনজীবীর কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে। খবর আল জাজিরার।

নিহতদের মধ্যে ২৩ বছর বয়সী একজন মেরিডা রাজ্যে নিহত হন, কারাকাসে প্রাণ হারান ৬ বছরের এক কিশোর। এছাড়া ৩০ বছর বয়সী আরেকজন নিহত হওয়ার সংবাদও জানান তারা।

দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পদত্যাগের দাবিতে চলা বিক্ষোভ এবং রক্তক্ষয়ী সংঘর্ষে গত চার মাসে অন্তত একশ ছয় জন নিহত হন। দু'দিনের ডাকা বিক্ষোভে দেশজুড়েই বেশিরভাগ দোকানপাট বন্ধ আছে। রাস্তাতেও তেমন একটা মানুষজনের ভিড় দেখা যায়নি।

তবে প্রেসিডেন্ট মাদুরো এ বিক্ষোভকে যুক্তরাষ্ট্রের ষড়যন্ত্র বলে দাবি করেছেন। অভ্যুত্থানের মাধ্যমে তাকে সরিয়ে অনুগতদের দিয়ে ক্ষমতা দখলের ডুক্তরাষ্ট্র চেষ্টা চালানোর অভিযোগও করেন তিনি।

Post a Comment

Previous Post Next Post