শ্রীমঙ্গলে শিশুকে ঘীরে ফায়ার সার্ভিস ও উৎসুক জনতা

অনলাইন ডেস্কঃ রাত প্রায় সাড়ে ৯ টা। শ্রীমঙ্গল শহরের মৌলভীবাজার রোডস্থ বিলাস সপিং সেন্টারের সামনে ফায়ার সার্ভিস এর গাড়ি এসে দাঁড়াল। সাথে এম্বুলেন্স। সাথে সাথেই মানুষের ভীড়। কি হচ্ছে এখানে সেটাই প্রশ্ন সবার।

ফায়ার সার্ভিস কর্মিরা গাড়ি থেকে নেমেই সেখানে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির নিচ থেকে টেনে বের করলো একটি শিশুকে। সেখান থেকে বের করার পর তাকে মাটিতে শুইয়ে রেখে তার হাতে মাথায় বিভিন্ন স্থানে কাপড় দিয়ে বেধে দিলো। রক্তের যে কাপড় দিয়ে বাধা হচ্ছিল বিভিন্ন স্থান তাতে রক্তের দাগ লক্ষ করা যাচ্ছিল।

ঘটনার যখন এই অবস্থা তখন সেই জায়গায় শিশু ও ফায়ার সার্ভিস কর্মিদের চারিপাশে মানুষের ভীড়। ফায়ার সার্ভিস কর্মিরা সবাই দূরে সরিয়ে দিল যাতে একটু বাতাস সেই শিশুটির শরীরে লাগতে পারে। কিছুক্ষণ এর ভিতরেই শিশুটিকে এম্বুলেন্স এ তুলা হলো।

ঘটনাটি কোন দূরঘটনার নয়। একটি মানুষ দুর্ঘটনায়য় পড়লে কিভাবে তাকে বাচিয়ে তুলা যায়। প্রাথমিকভাবে কি করা উচিৎ এই বিষয়গুলো সবাই কে শেখানোর জন্যই এরকম মহড়ার আয়োজন করে ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশন এর কর্মিরা।

পরে উপস্থিত সাংবাদিকদের সামনে ফায়ার সার্ভিস শ্রীমঙ্গল স্টেশন এর ওয়্যার হাউজ ইন্সপেক্টর মো. রবিউল্লা বলেন, যেকোন এক্সিডেন্ট এর পর বা অগ্নিকান্ডের সময় মানুষ কে বাচাতে যাতে সবাই সহযোগীতা করে। সহযোগীতা করলে আমরা তাড়াতাড়ি ক্ষয়ক্ষতি থেকে রক্ষা করতে পারি। এখানে আমরা দুরঘটানার মহড়া দেখিয়েছি, কিভাবে সেখান থেকে তাকে উদ্ধার করতে হবে সেই বিষয় তুলে ধরেছি। এধরনের মহড়া আরো কয়েকটি করা হবে।

Post a Comment

Previous Post Next Post