যুক্তরাষ্ট্রে রাইড বিকল হয়ে হতাহত ৮

অনলাইন ডেস্কঃ যুক্তরাষ্ট্রের ওহিও স্টেট ফেয়ারে বুধবার একটি রাইড হঠাৎ বিকল হয়ে পড়লে আরোহীরা সেখান থেকে ছিটকে পড়েন। এতে একজন নিহত ও সাতজন আহত হয়েছেন। মার্কিন গণমাধ্যম একথা জানিয়েছে।

ফায়ার বল রাইডে এই দুর্ঘটনার পর ওহাইওর গভর্নর জন কাসিচ মেলার সবগুলো রাইড বন্ধের নির্দেশ দিয়েছেন।
যানটি একটি বিরাট পেন্ডুলামের মতো। এটি আরোহীদের নিয়ে দুলতে থাকে।

ওহাইও দমকল বিভাগের কলাম্বাস শাখার এক মুখপাত্র সাংবাদিকদের বলেন, ১৮ বছর বয়সী এক তরুণ ৫০ ফুট ওপর থেকে নিচে পড়ে মারা যায়।

এই ঘটনায় আহত অপর তিনজনের অবস্থা গুরুতর। আহত আরো চার জন স্থিতিশীল অবস্থায় রয়েছে।

তিন সন্তানকে নিয়ে মেলায় আসা রোন্ডা ব্রাজেস বলেন, ‘দুই আরোহী অন্তত ২০ ফুট ওপর থেকে ছিটকে কংক্রিটের মেঝেতে পড়ে যায়। ’

কলাম্বাসের ওহিও স্টেট ফেয়ারের উদ্বোধনী দিনে দুর্ঘটনাটি ঘটে।

Post a Comment

Previous Post Next Post