প্লাটুন টুয়েলভ এর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন

প্লাটুন টুয়েলভ এর আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতার ফাইনাল সম্পন্ন
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার অন্যতম সামাজিক সংগঠন প্লাটুন টুয়েলভ এর আয়োজনে 'যুক্তিতেই জ্ঞান,যুক্তিতেই মুক্তি' এই স্লোগানকে প্রতিপাদ্য করে অনুষ্টিত হয়ে গেল দ্বিতীয় কুলাউড়া উপজেলা আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা। ২৭ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ টায় নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ে প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনালে প্রতিদ্বন্দ্বিতা করে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়, কুলাউড়া ও জালালাবাদ উচ্চ বিদ্যালয়, ব্রাম্মণবাজার। যুক্তি আর তর্কের মোহনীয় উপস্থাপনায় প্রানবন্ত হয়ে উঠে স্কুলের হলরুম। ফাইনালে নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। বিজয়ী দলের দলনেতা ইসরাক হামীম মাহি শ্রেষ্ঠ বক্তা মনোনীত হন। 
 প্রতিযোগিতার ফাইনাল শেষে ক্লাবের সভাপতি জাকারিয়া আলম বাপ্পীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক আশিকুল ইসলাম বাবুর সঞ্চালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন সিলেটের স্বনামধন্য মদনমোহন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. মো আবুল ফতেহ।
 বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, কুলাউড়া ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, লংলা আধুনিক মহাবিদ্যালয়ের অধ্যক্ষ মোঃ আতাউর রহমান, ইয়াকুব তাজুল মহিলা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ইমদাদুল ইসলাম ভুট্টো, নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন, তরুন আইনজীবী ব্যারিষ্টার আবু সাদেক আব্দুল্লাহ। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স ক্লাব অব মৌলভীবাজার জেলা-৪ এর সভাপতি ডাঃ হেমন্ত চন্দ্র পাল, অক্ষর সাহিত্য ফোরামের সভাপতি কামরুল হাসান, ডেইলি বিডি মেইল ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একেএম জাবের, শেড অব নেচারের সভাপতি সিরাজুল আলম জুবেল, ডেইলি বিডিমেইল ও প্রিয় কুলাউড়ার ব্যবস্থাপনা সম্পাদক মোহাইমিনুল ইসলাম মাহিন, শেড অব নেচারের সাধারণ সম্পাদক রনি আহমেদ প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাংগঠনিক সম্পাদক রুবেল আহমেদ এবং শুভেচ্ছা বক্তব্য রাখেন ক্লাবের সহযোগী উপদেষ্ঠা রাসেদ আহমদ, সহ সভাপতি শাহজাহান আহমেদ সাজু, সহ সাংগঠনিক সম্পাদক নুর এ ফেরদৌস ইভা। প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন নবীন চন্দ্র মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমির হোসেন এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন লংলা আধুনিক মহাবিদ্যালয়ের প্রভাষক মাজহারুল ইসলাম, সৈয়দ আতিকুজ্জামান, কুলাউড়া ডিগ্রী কলেজের প্রভাষক মাঞ্জারুল ইসলাম ও কুলাউড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহবুব হোসেন মাসুম। উক্ত আয়োজনে উপস্থিত অতিথিবৃন্দ তাদের বক্তব্যে প্লাটুন টুয়েলভের এই সময়োপযোগি আয়োজনের জন্য ক্লাব সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং পরবর্তী সকল আয়োজনে পাশে থাকার আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য প্রতিষ্ঠার পর থেকে শিক্ষার্থীদের মননশীলতা এবং মুক্তবুদ্ধির বিকাশের লক্ষ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে আসছে প্লাটুন টুয়েলভ।

Post a Comment

Previous Post Next Post