স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া থানায় সদ্য যোগদানকারী অফিসার ইনচার্জ শামীম মুসার সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির এক মতবিনিময় সভা সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীমের পরিচালনায় অনুষ্ঠিত হয়।
১৭ জুলাই ২০১৭ইং রাত ৯ টায় মতবিনিময় সভায় অফিসার ইনচার্জ (তদন্ত) বিনয় ভুষন রায়, সাব ইন্সপেক্টর আবুল বাশার, সাব ইন্সপেক্টর নূর হোসেন, ট্রাফিক ইন্সপেক্টর আজাদ হোসেন উপস্থিত ছিলেন। ব্যবসায়ী কল্যাণ সমিতির সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, মৌলানা আব্দুল ওয়াহিদ, সহ সম্পাদক আব্দুল মোহিত বাবলু, আতিকুর রহমান আখই, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশীদ ভুইয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান খালিক, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল বারী সোহেল, ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম, এম হাজির আলী, গউছ মিয়া, আব্দুল মোহিত, আব্দুল্লাহ আল মনি, সফিকুল ইসলাম জায়েদ, রাজু আহমদ দুলাল, ওয়ার্ড সদস্য রিয়াজ উদ্দিন, রিংকু বর্ধন, আব্দুল মন্নান, হায়দর আলী, হাফিজুর রহমান লিটু, নজরুল ইসলাম সোনা, এইচ ডি রুবেল, অশোক চন্দ, রিংকু বৈদ্য এবং খান সিকিউরিটি ফোর্সের কর্ণধার সাফি খাঁন উপস্থিত ছিলেন।
সভায় কুলাউড়া বাজারের রাত্রিকালীন নিরাপত্তা, ব্যবসায়ীদের সামগ্রিক নিরাপত্তা সহ বিষয় সহ বিষদ আলোচনা করা হয়। নবাগত ভারপ্রাপ্ত কর্মকর্তা কুলাউড়া বাজার তথা কুলাউড়া শহরকে নিরাপদ রাখতে ব্যবসায়ী সমিতির সহযোগিতা কামনা করেন এবং পুলিশ প্রশাসনের পক্ষ সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন।