বিশেষ প্রতিনিধিঃ কুলাউড়া উপজেলা ছাত্রলীগের অধীনে নতুন কমিটি গঠনের লক্ষ্যে ৬ ইউনিটে ১০৯ জন সভাপতি-সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী তাদের নিজ নিজ জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন।
১৮ জুলাই (মঙ্গলবার) দুপুরে কুলাউড়া পৌর শহরের রেলওয়ে শ্রমীক লীগের কার্যালয়ে জীবন বৃত্তান্ত জমা নেন উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. নিয়াজুল তায়েফ ও সাধারণ সম্পাদক মো. আবু সায়হাম রুমেল।
৬টি ইউনিটের মধ্যে শরীফপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ১৫ জন সভাপতি এবং ১৬ জন সাধারণ সম্পাদক, হাজীপুর ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ১৩ জন সভাপতি এবং ১৮ জন সাধারণ সম্পাদক, ভাটেরা ইউনিয়ন ছাত্রলীগের পক্ষ থেকে ১১ জন সভাপতি এবং ১১ জন সাধারণ সম্পাদক, ভাটেরা স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ৬ জন সভাপতি এবং ৯ জন সাধারণ সম্পাদক, ভাটেরা সাইফুল তাহমিনা মাদ্রাসা ছাত্রলীগের পক্ষ থেকে ২ জন সভাপতি এবং ২ জন সাধারণ সম্পাদক, হাজীপুর নয়াবাজার কে, সি স্কুল এন্ড কলেজ ছাত্রলীগের পক্ষ থেকে ৫ জন সভাপতি এবং ১ জন সাধারণ সম্পাদক পদ প্রত্যাশী জীবন বৃত্তান্ত জমা দেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাহাদুজ্জামান রাজু, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইমন আহমদ, কুলাউড়া ডিগ্রি কলেজ ছাত্রলীগের সভাপতি জাকারিয়া আল জেবু, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বকস, উপজেলা ছাত্রলীগ নেতা জালাল সিদ্দিকী লিমন, মিজানুর রহমান, রোকন আহমদ বকস, ফাইয়াজ রহমান সুইট, রায়হান আহমদসহ বরমচাল ইউনিয়ন ছাত্রলীগ নেতা জাকির আহমদ প্রমুখ।