বিতর্কিত দক্ষিণ চীন সাগরে যুদ্ধের প্রস্ততি বেইজিংয়ের

অনলাইন ডেস্কঃ বিতর্কিত দক্ষিণ চীন সাগরে রণসজ্জা প্রস্তুত করছে বেইজিং। এশিয়া মেরিটাইম ট্রান্সপারেন্সি ইনিশিয়েটিভের উপগ্রহ থেকে পাঠানো চিত্র থেকে এই খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্র।

ওয়াশিংটনের ওই উপগ্রহ থেকে পাওয়া ছবি অনুসারে, স্পার্টলি দ্বীপপুঞ্জে যুদ্ধবিমানের জন্য ঘাঁটি নির্মাণ এবং র‍্যাডার স্থাপনা ও ক্ষেপণাস্ত্র চৌকি বসানো হচ্ছে। এসব চৌকির ছাদ জরুরি অবস্থায় সরিয়ে নিয়ে খুব সহজেই সেখান থেকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া যাবে। এর পাশাপাশি সামরিক স্থাপনার পাশাপাশি দুই ধরণের কাজে ব্যবহারযোগ্য স্থাপনা নির্মাণের কাজও চলছে জোরকদমে।

দক্ষিণ চীন সাগর নিয়ে ভিয়েতনামের সঙ্গে বিরোধ রয়েছে চীনের। বিরোধ মেটাতে সংশ্লিষ্ট এলাকায় শান্তি বজায় রাখার প্রতিশ্রুতিও দিয়েছিল বেইজিং। তারপরেও এই ধরণের কার্যকলাপে উদ্বিগ্ন হ্যানয়।

Post a Comment

Previous Post Next Post