কুলাউড়ায় দুই সহোদর হত্যা মামলায় ইউপি সদস্য কারাগারে

নিউজ ডেস্কঃ কুলাউড়া উপজেলার কর্মধা ইউনিয়নের দুই সহোদর খুনের মামলায় মাসুক মিয়া নামের এক ইউপি সদস্যের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার ৩০ জুলাই মৌলভীবাজার চীফ জুডিশিয়াল ৫নং আমলি আদালতে জামিন আবেদন করলে বিচারক তার জামিন না মঞ্জুর করে জেলহাজতে প্রেরণ করেন। কোর্ট ইন্সপেক্টর আব্দুল হাই জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করেন।

উল্লেখ্য, কর্মধা ইউনিয়নের দীঘলকান্দি গ্রামে সুন্দর আলীর সাথে তার চাচাত ভাই শাহীন আহমদের দীর্ঘ দিন ধরে বাড়ির সামনে ক্ষেতের ৬০ শতক জমি নিয়ে বিরোধ চলছিলো। বিরোধকৃত জমিতে সুন্দর আলী একটি কাচা ঘর নির্মাণ করেন। এই রিরোধের জের ধরে ২০১৩ সালে গত ২৩ ডিসেম্বর সোমবার রাতে শাহীন আহমদের পক্ষে ওই ইউপি সদস্য টাট্টিউলি গ্রামের মৃত জোয়াদ আলী পুত্র আলফু মিয়া ও মাসুক মিয়াকে ভাড়া করে নিয়ে জমি দখলে যান। এতে দু’পক্ষের সংঘর্ষে আলফু মিয়া ও মাসুক মিয়া নিহত হন।

Post a Comment

Previous Post Next Post