বদরুলের চিকিৎসার জন্য রাশিদ আলী ফাউন্ডেশনের অর্থ প্রদান

বিশেষ প্রতিনিধিঃ ‘মানুষ মানুষের জন্য’ এই স্লোগানকে মূল মন্ত্র হিসেবে ধারণ করে শাহ্ সৈয়দ রাশিদ আলী ফাউন্ডেশন সু-শিক্ষা, দারিদ্র দুরীকরণ ও অসহায় মানুষের চিকিৎসাসেবা নিয়ে কাজ করছে। এরই ধারাবাহিকতায় কুলাউড়া বাজারের ব্যবসায়ী মো. মামুনুর রশিদ বদরুলের ‘হিপ জয়েন্টের বল বাটি’ নষ্ট হয়ে যাওয়ায় তা প্রতিস্থাপনের জন্য ফাউন্ডেশনের পক্ষথেকে নগদ অর্থ প্রদান করা হয়।

১৬ জুলাই রবিবার সন্ধ্যায় সাপ্তাহিক সীমান্তের ডাক কার্যালয়ে বদরুলের হাতে ফাউন্ডেশনের পক্ষথেকে নগদ ১০হাজার টাকা তুলে দেওয়া হয়।

এসময় উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য, ফাউন্ডেশনের নির্বাহী সদস্য শিরিন আক্তার চৌধুরী মুন্নি, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামীম, দৈনিক দিনকালের কুলাউড়া প্রতিনিধি, ফাউন্ডেশনের উপদেষ্ঠা মোক্তাদির হোসেন, শীর্ষ নিউজের জেলা প্রতিনিধি এস এইচ সৈকত, ফাউন্ডেশনের সদস্য পারুল মিয়া, সুফিয়া হক, মমতাজ হাসান, ব্যবসায়ী আসুক মিয়া, ব্যবসায়ী আলী আজম, তোফায়েল আহমদ, শোয়েব আহমদ প্রমুখ।

উল্লেখ্য, অসহায় ব্যবসায়ী বদরুলের চিকিৎসার জন্য ১৫ লক্ষ টাকার প্রয়োজন। দেশে এবং বিদেশে বসবাসকারি সকলের কাছে আমাদের আহ্বাান, অর্থের অভাবে এখন পর্যন্ত কুলাউড়ায় কেউ চিকিৎসা থেকে বঞ্চিত হয়নি। আসুন আমরা সকলে মিলে আমাদের অবস্থান থেকে বদরুলের প্রতি সাহায্যের হাত প্রসারিত করি।

Post a Comment

Previous Post Next Post