কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট কর্তৃক ফ্রেশারস রিসিপশন ও ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

কুলাউড়া স্টুডেন্টস এসোসিয়েশন সিলেট কর্তৃক ফ্রেশারস রিসিপশন ও ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
স্টাফ রিপোর্টারঃ কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন, সিলেটের আয়োজনে ২৯ জুলাই ২০১৭ রোজ শনিবার বিকাল ৪টায় সিলেট কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদে অনুষ্টিত হয় সিলেটে ২০১৬-১৭ সেশনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ভর্তিকৃত কুলাউড়ার নবীণ শিক্ষার্থীদের নিয়ে “ফ্রেশারস রিসিপশন ও ক্যারিয়ার প্ল্যানিং সেমিনার ২০১৭। মো:মিফতাহ উদ্দীন জোসেফের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি মুনজির আনাম মুন । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও এসোসিয়েশনের প্রধান উপদেষ্টা আসম কামরুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল, সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজের অধ্যাপক ডাঃ রুকন উদ্দিন আহমেদ, এমসি কলেজ সিলেটের সহকারী অধ্যাপক গিয়াস উদ্দীন, সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভারসিটির সহকারী অধ্যাপক প্রনব কান্তি দেব, বাংলাদেশ মোবাইল ফোন ডিস্ট্রিবিউশন এসোসিয়েশনের সভাপতি বাবুল সিদ্দিকী, সিলেট জেলা ছাত্রলীগের সভাপতি শাহরিয়ার আলম সামাদ। ক্যারিয়ার প্ল্যানিং বিষয়ক সেমিনারে তরুণদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন স্টার প্যাসিফিক হোটেলের ম্যানিজিং ডাইরেক্টর সালেহীন এফ নাহিয়ান।কুলাউড়া থেকে আগত সিলেটের সকল বিশ্ববিদ্যালয়ে স্নাতক ২০১৬-১৭ সেশনে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা হয়। এসোসিয়েশনের সাবেক সভাপতি হুমায়ুন শাহান, লোকমান মেহেদী, সাবেক সাধারন সম্পাদক আব্দুল আহাদ, অপু সিদ্দিকী,বর্তমান সিনিয়র সহ-সভাপতি মিজান রহমান। অনুষ্টানে এসোসিয়েশনের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরে বক্তব্য প্রদান করেন বর্তমান সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শিমুল। অনুষ্টানে আগত অতিথিবৃন্দ কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন সিলেটের কার্যক্রমের ভুয়সী প্রশংসা করে বলেন, পড়াশোনার পাশাপাশি জনকল্যাণমূলক কর্মকান্ডে অংশগ্রহনের মাধ্যমে দেশ ও সমাজের উন্নয়নের জন্য ছাত্রসমাজদের আরো এগিয়ে আসতে হবে। অনুষ্টানে শুভেচ্ছা বক্তব্য রাখেন এম সি কলেজের নুয়েল আহমদ নীরব , সিলেট মেট্রোপলিটন ইউনিভারসিটির আলফাজ খান রামীম, এমসি কলেজের শাহজাহান সাজু। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থী সৌরভ।

Post a Comment

Previous Post Next Post