বুড়িকিয়ারী বাঁধ অপসারণ ও নদী খননের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন

স্টাফ রিপোর্টারঃ এশিয়ার বৃহত্তম হাকালুকি হাওরের দুঃখ খ্যাত বুড়িকিয়ারী বাঁধ অপসারণ ও হাওর দিয়ে প্রবাহিত সকল নদী খননের দাবিতে কুলাউড়ায় মানববন্ধন করেছে কুলাউড়া উপজেলা জাসদ ও হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদ।

সোমবার (৩১ জুলাই) দুপুরে কুলাউড়া স্টেশন চৌমোহনিতে অনুষ্ঠিত মানববন্ধনে কুলাউড়া উপজেলা জাসদ ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ছামির আহমদের পরিচালনায় বক্তব্য দেন কুলাউড়া উপজেলা জাসদের সভাপতি ময়নুল ইসলাম শামীম, হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক হাজী আলাউদ্দিন, জেলা জাসদের যুগ্ম সম্পাদক হাসান আহমদ রাজা, জাতীয় পার্টি নেতা আহমদ রিয়াজ, উপজেলা জাসদের সহ-সভাপতি সফিক মিয়া, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল গাফফার কায়ছুল, কুলাউড়া ব্যবসায়ীকল্যাণ সমিতির সহ-সম্পাদক আতিকুর রহমান আখই, হাওর বাঁচাও, কৃষক বাঁচাও সংগ্রাম পরিষদের জুড়ী উপজেলা সভাপতি আব্দুল লতিফ, ভুকইশিমইল ইউনিয়ন সভাপতি মানিক মিয়া মুসা, সাধারণ সম্পাদক আপ্তাব উদ্দিন, জাসদ ছাত্রলীগের কেন্দ্রীয় সদস্য জাকির হোসেন খাঁন প্রমুখ।

সভায় বক্তারা বলেন, হাকালুকি হাওরে অতীতেও অনেকবার বন্যা হয়েছে, কিন্তু এতো দীর্ঘস্থায়ী বন্যা হয়নি। এবছর দীর্ঘস্থায়ী বন্যার নেপথ্যের কারণ হলো অপরিকল্পিত বুড়িকিয়ারী বাঁধ।

এ বাঁধের কারণে ঠিকমতো পানি প্রবাহিত হতে পারছে না বলে অভিযোগ করেন বক্তারা।

এছাড়াও হাওর দিয়ে প্রবাহিত সকল নদীর তলদেশ ভরাট হয়ে যাওয়ায় পানি প্রবাহিত হতে না পেরে বন্যা দীর্ঘস্থায়ী হচ্ছে বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা অনতিবিলম্বে এসব সমস্যা সমাধানের জন্য সরকারের কাছে দাবি জানান।

Post a Comment

Previous Post Next Post