অনলাইন ডেস্কঃ মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির তিন সদস্য সৌরভ রায় শুভ, লিংকন দাশ রায় ও টিটু চন্দ্র দেব দেশের একপ্রান্ত পঞ্চগড় জেলার তেতুলিয়ার বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে কক্সবাজার জেলার টেকনাফ জিরো পয়েন্ট পর্যন্ত বাইসাইকেল চালিয়ে ভ্রমণ করেছেন। সাইক্লিং এর ভাষায় এই ধরনের ভ্রমণকে ক্রসকান্ট্রি রাইড বলা হয়।
গত ২১ জুন রাতে তারা মৌলভীবাজার থেকে বাসযোগে পঞ্চগড়ের উদ্দেশ্যে যাত্রা করে, পরদিন বিকেলে বাংলাবান্ধা জিরো পয়েন্ট থেকে বাইসাইকেল চালিয়ে ক্রসকান্ট্রি রাইড শুরু করে। পর্যায়ক্রমে ঠাকুরগাও, দিনাজপুর, জয়পুরহাট, বগুড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, কুমিল্লা, ফেনী, চট্রগ্রাম সহ কয়েকটি জেলা ভ্রমণ শেষে শনিবার ভোরে কক্সবাজারের টেকনাফ জিরো পয়েন্টে পৌঁছান।
সৌরভ রায় শুভ, লিংকন দাশ রায় ও টিটু চন্দ্র দেব জানান, দেশের সাম্প্রতিক কিছু বড় সমস্যা- জঙ্গিবাদ, ধর্ষণ, সাম্প্রদায়িকতা, শিশুশ্রম প্রতিরোধে সাধারণ মানুষের মাঝে সচেতনতা সৃষ্টি ও সাইক্লিংয়ের প্রতি মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে তারা বাইসাইকেল চালিয়ে এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেন।
এই কার্যক্রমে যারা সর্বাত্মক সহযোগীতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তারা।
মৌলভীবাজার সাইক্লিং কমিউনিটির মডারেটর সায়েম আহমদ ও ইমন আহমদ জানান, এই ধরনের রাইডের ধারাবাহিকতা বজায় রেখে তাদের আগামীতে আরো বড় কিছু করার পরিকল্পনা আছে। এই তিন সাইক্লিস্ট মৌলভীবাজার ফিরলে তাদেরকে অভ্যর্থনা ও সম্বর্ধনা দেয়া হবে।