মাহফুজ হামিদঃ আজ কুলাউড়া শহরের ছামী ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্টে কুলাউড়া স্টুডেন্ট এসোসিয়েশন-সিলেট কর্তৃক আয়োজিত ইফতার মাহফিল ও ৩য় কার্যকরি কমিটি গঠন সম্পন্ন হয়েছে। লোকমান মেহেদীর সভাপতিত্বে ও অপু সিদ্দীকির সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আ.স.ম. কামরুল ইসলাম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মওলানা ফজলুল হক খান সাহেদ, কুলাউড়া উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান নেহার বেগম ও কুলাউড়া সরকারি কলেজের অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য। উল্লেখ্য সংঘটনের ৩য় কার্যকরি কমিটিতে সভাপতি হিসেবে মুনজীর আনাম মুন ও সাধারণ সম্পাদক হিসেবে জাহাঙ্গীর আলম শিমুল নির্বাচিত হয়েছেন।
