কাতারে কুলাউড়াবাসীর ঈদ পূর্ণমিলনী

মিছবাহ উদ্দিন, কাতার থেকে: গতকাল ২৬ জুন ১৭ইং তারিখে কাতারের দোহার স্থানীয় এক হোটেলে " কাতারস্ত কুলাউড়া প্রবাসিদের" " ঈদ পূর্ণমিলনী চা চক্রের ও বন্যা দুর্গতদের সাহায্য সহ কুলাউড়া ব্যাবসায়ী বদরুল মিয়ার অপারশনের চিকিৎসায় সহযোগিতার জন্য নগদ অর্থ গ্রহন অনুষ্ঠানের আয়োজন করা হয় কুলাউড়া প্রবাসী সকল সংগঠনের নেতৃবৃন্দের নিয়ে। বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ বদরুল ইসলাম সাহেবের সভাপতিত্বে ও মোঃ রফিকুল ইসলাম মামুনের পরিচালনায় পবিত্র কোরআন থেকে তেলায়ত করেন হাফিজ মোঃ আমিনুল ইসলাম। কুলাউড়াকে নিয়ে ও মানবতার কল্যাণনে গান পরিবেষণ করেন মুঃ মিছবাহ উদ্দদ্দিন। অনুস্টানে বক্তব্য রাখেন সংগঠনের যুগ্ম আহব্বায়ক মোঃ সাজাহান মিয়া। বক্তব্য রাখেন মোঃ মতিউর রহমান উকিল, মোঃ ছয়াব আলী, মোঃ ইকবাল আহমদ ইন্জিনিয়ার মোঃ জাহাঙ্গির আলম চৌঃ, মোঃ রমজান আলী মোঃ জয়নাল আবেদিন মোঃ আমিনুল ইসলাম স্বপন মোঃ এহসানুল মাহমুদ নাজিম মোঃ রিয়াজ আহমদ আরাও অনেকে ।

উক্ত "ঈদ পূর্ণমিলনলনী ও অসহায়দের সহযোগিতা" মূলক অনুষ্ঠানে আরোও উপস্হিত ছিলেন "কাতারস্হ কুলাউড়া প্রবাসি" কল্যান পরিষদের প্রধান আহব্বায়ক জনাব মোঃ হারুনুর রশীদ সাহেব, যুগ্ম আআহব্বায়ক শাহজান মিয়া, যুগ্ম আহব্বায়ক মোঃ তবুর মিয়া, যুগ্ম আহব্বায়ক মোঃ আব্দুল্লা আল মামুন মিয়া, যুগ্ম আহব্বায়ক মোঃ মশাহিদ আলী (আলফু) সহ কাতারস্ত কুলাউড়ার বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতা কমীবৃন্দ। উক্ত অনুষ্ঠানে কুলাউড়ার বর্ন্যা দুর্গতদের সহযোগিতা ও কুলাউড়া শহরের ব্যবসায়ি মোঃ মামুনুর রসিদ বদরুল মিয়ার অপারেশনে সহযোগিতার জন্য নগদ অর্থ সংগ্রহ করা। সম্মিলিত প্রবাসীদের এই অনুদান সরকারী উপজেলা কর্মকর্তাদের মাধ্যমে অসহায়দের মাঝে পৌছানো হবে।

অনুষ্ঠান ইন্জিনিয়ার মোঃ আব্দুল মুকিত সাহেবের দোয়ার মাধ্যমে পরিসমাপ্তি হয়।

Post a Comment

Previous Post Next Post