বৃষ্টিতে স্বস্তি এলেও, বেড়েছে কুলাউড়াবাসীর ভোগান্তি

কুলাউড়াবাসীর
স্টাফ রিপোর্টারঃ রমজানের আগে টানা কয়েকদিনের গরমে হাঁপিয়ে ওঠেছিল জনজীবন। এরপর শান্তির পরশ নিয়ে নেমেছে এক পশলা বৃষ্টি, জনজীবনে স্বস্তি এনেও দিলেও এ বৃষ্টিতে কুলাউড়াবাসীর ভোগান্তির শেষ নেই।

গতকাল ভোর থেকেই কুলাউড়ায় থেমে থেমে কখনও হালকা আবার কখনও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এতে ভোগান্তিতে পড়েছেন কুলাউড়ার ব্যাবসায়ীরাসহ অফিস, আদালত, স্কুল ও কলেজমুখীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। বৃষ্টির কারণে রেলওয়েস্টেশন রোড ও পৌরসভার পার্শ্ববর্তী তবুর ম্যানশনের সামনের রাস্তায় পানি জমে জনসাধারণের ভোগান্তির শেষ নেই।

সরেজমিনে দেখা যায়, এসব স্থানগুলোতে হাটুপরিমাণ পানি জমে সেই পানিতে ভাসছে নোংরা-আবর্জনা।
কুলাউড়াবাসীর

Post a Comment

Previous Post Next Post