হাকালুকি হাওরের তিন বিলে ২৬৬৭ কেজি পোনা মাছ অবমুক্ত

হাকালুকি হাওরের তিন বিলে ২৬৬৭ কেজি পোনা মাছ অবমুক্ত
বড়লেখা প্রতিনিধি: মৌলভীবাজারের হাকালুকি হাওরের বড়লেখা অংশে ২৬৬৭ কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছে। উন্মুক্ত জলাশয়ে বিল নার্সারি স্থাপন ও পোনা অবমুক্তকরণ প্রকল্পের আওতায় ও উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে বুধবার (৩১ মে) বিকেলে হাওরের মেধাচাড়ুয়া বিলে ৬৬৭ কেজি মৃগেল, রুই, কাতলা ও কালি বাউশের পোনা মাছ অবমুক্ত করা হয়। এর আগে চৌ-ডালু ও দুধাই বিলে ২’হাজার কেজি পোনা মাছ অবমুক্ত করা হয়েছিল।

পোনা অবমুক্তকরণের পৃথক এসব অনুষ্ঠানে বড়লেখা উপজেলা পরিষদ চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর, সহকারি পরিচালক মৎস্য (এনএডিপি ২) মনিরুজ্জামান, জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ আবদুল কুদ্দুস আকন্দ, জেলা মৎস্য কর্মকর্তা (রিজার্ভ) আতিয়ার রহমান, খামার ব্যবস্থপাক জহুরুন নবী, উপজেলা মৎস্য কর্মকর্তা সঞ্জয় ব্যানার্জী, তালিমপুর ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস, প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, সমবায় কর্মকর্তা শফিকুল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবু ইউসুফ, ফিল্ড সহকারি হাসান আহমদ প্রমুখ।

Post a Comment

Previous Post Next Post