টানা বৃষ্টিতে হবিগঞ্জে সেতু দেবে যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্কঃ টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলে দেবে গেছে হবিগঞ্জের সুতাং নদীর ব্রীজের একাংশ। এতে বড়ধরনের দুর্ঘটনা এড়াতে পুলিশ প্রশাসন ও এলাকাবাসীর পক্ষ থেকে ব্রীজের উপর দিয়ে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ করা হয়েছে।

সোমবার সকাল সাড়ে ১০টার দিকে শায়েস্তাগঞ্জ-জগদিশপুর পুরাতন সড়কের সুতাং নদীর উপর ব্রীজটির এক পাশ দেবে যায়।

শায়েস্তাগঞ্জ থানার এসআই প্রাণেশ দত্ত একদল পুলিশ নিয়ে ব্রীজটি পরিদর্শন করে যান চলাচল বন্ধ করেন।

স্থানীয় সূত্র জানায়, প্রায় ৬০ বছর আগে নির্মিত এই ব্রীজটির বতর্মান অবস্থা জরাজীর্ণ। ঝুকিপূর্ণ ব্রীজ হিসেবে রয়েছে তালিকায়। ঝুঁকি নিয়ে প্রতিদিন ছোট, বড় ও ভারি যানবাহন চলাচল করছে।

গত তিনদিনের টানা বৃষ্টি ও পাহাড়ি ঢলের কারনে ব্রীজটি একপাশ ধেবে গেছে। বড় ধরনের দুর্ঘটনা যেনো না ঘটে তাই যানবাহন চলাচল বন্ধ করেছে স্থানীয়রা।

স্থানীয় ইউপি চেয়ারম্যান গোলাম কিবরিয়া বেলাল বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিবৃষ্টির কারনে ব্রীজটি এক পাশ ধেবে গেছে।

Post a Comment

Previous Post Next Post