স্টাফ রিপোর্টারঃ কুলাউড়ার সিটিএস মন্দির পুষাইনগরে ২৫ জুন রবিবার থেকে শুরু হচ্ছে ৯ দিন ব্যাপী ভগবান শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা মহোৎসব। মহোৎসবটি ২৫ জুন সকাল ১০ ঘটিকায় জগন্নাথদেবের মহিমা কথাকীর্ত্তনের মাধ্যমে শুরু হয়ে ৩ জুলাই সকাল ১১ ঘটিকায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতার পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে সমাপ্ত হবে। কথাকীর্ত্তন পরিবেশন করবেন শ্রীল ভক্তিপ্রপন্ন যতি গোস্বামী মহারাজ, শ্রীধাম বৃন্দাবন, ভারত। ৯ দিন ব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্যে বিশেষ আকর্ষণীয় অনুষ্ঠান সমূহ হচ্ছে,
২৫ জুন দুপুর ১২ ঘটিকা হতে রাজভোগ দর্শন ও মহাপ্রসাদ গ্রহণ, বিকাল ৩ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথদেবের রথের বর্ণাঢ্য শোভাযাত্রা (সিটিএস মন্দির থেকে শুরু করে কুলাউড়া শহর পরিক্রমা)।
৩০ জুন সকাল ১১ ঘটিকায় ধর্মীয় কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এছাড়াও প্রতিদিন সন্ধ্যা ৭ ঘটিকা থেকে ভাগবত কথাকীর্ত্তন, পালাকীর্ত্তন, ভজনসংগীত ইত্যাদি বিবিধ ধর্ম অনুষ্ঠান পরিবেশিত হবে।