১৬০০ ইয়াজিদি শিশুকে মাথা কাটার প্রশিক্ষণ দিয়েছে আইএস

অনলাইন ডেস্কঃ ১৬০০ ইয়াজিদি শিশুকে মাথা কাটার প্রশিক্ষণ দিয়েছে ইসলামিক স্টেট। শুধু মাথা কাটাই নয়, 'শত্রু'পক্ষের সঙ্গে কী ভাবে লড়তে হবে, কী ভাবে খুন করতে হয়, এমনকী কী করে আত্মহত্যা করতে হয় সে শিক্ষাও দেওয়া হয়েছে।

কুর্দিসের সরকারি সূত্রে এমনটাই দাবি করা হয়েছে। কুর্দিস্তান আঞ্চলিক সরকারের ইয়াজিদি অ্যাফেয়ার্স বিষয়ক অফিসের প্রধান খৈরি বোজানি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত এই শিশুদের দিয়ে যে কোন সময় ইউরোপের দেশগুলিতে হামলা চালাতে পারে আইসিস। এমনকী আমেরিকা ও আরবের দেশগুলোর জন্যও এরা বিপজ্জনক।

সম্প্রতি প্রায় সাড়ে ৬ হাজার ইয়াজিদিকে মুক্তি দিলেও, সরকারি সূত্রে দাবি, ইয়াজিদিদের একটা বড় অংশকেই মসুলে জোর করে আটকে রেখেছে আইএস।

Post a Comment

Previous Post Next Post