জনসাধারণের দোরগোড়ায় পুলিশিং পৌঁছে দিতে হবে - ডিআইজি কামরুল আহসান বিপিএম

জনসাধারণের দোরগোড়ায় পুলিশিং পৌঁছে দিতে হবে - ডিআইজি কামরুল আহসান বিপিএম
স্টাফ রিপোর্টারঃ সিলেট রেঞ্জের ডিআইজি কামরুল আহসান বিপিএম বলেছেন, পুলিশ জনগণের বন্ধু সেটা শুধু মুখে বললে চলবে না। এর কার্যাকরী পদক্ষেপ যথাসময়ে জনসাধারণের দোরগোড়ায় পুলিশিং পৌঁছে তা প্রমাণ করতে হবে। মাদক ও জঙ্গিবাদ দমনের পাশাপাশি সাধারণ মানুষ যেন হয়রানিতে শিকার না হয় সেদিকে নজর রাখতে জেলা পুলিশ প্রশাসনের প্রতি অনুরোধ করেন।

মঙ্গলবার(৩০ মে) দুপুরে কুলাউড়া থানায় ওপেন হাউজ-ডে এবং কমিউনিটি পুলিশিং বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরো বলেন, কোনো পুলিশ কর্মকর্তা বেআইনিভাবে কাউকে মামলা দিয়ে হয়রানি করছে এমন অভিযোগ পাওয়া গেলে আমরা সে পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবো।

অনুষ্ঠানে কুলাউড়া থানার কমিউনিটি পুলিশিংএর সভাপতি মুকিম উদ্দিন আহমদের সভাপতিত্বে ও কুলাউড়া থানা’র ওসি শামছুদ্দোহা পিপিএম এবং ভানু পুরকাস্থের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মো: শাহ্জালাল, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) মো: আবু ইউছুফ, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রেনু, কুলাউড়া পৌরসভার মেয়র শফি আলম ইউনুছ, উপজেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি ও বরমচাল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল আহব্বাব চৌধুরী শাহাজান, উপজেলা আ’লীগের সহ-সভাপতি অধ্যক্ষ আব্দুর রউফ, কুলাউড়া উপজেলা মুক্তিযোদ্ধা কামান্ডার সুশীল চন্দ দে, কমিউনিটি পুলিশের সদস্য সচিব ও উপজেলা আ’লীগের সহ-সভাপতি নবাব আলী ওয়াজেদ খান বাবু।

এছাড়াও বক্তব্য রাখেন- প্রবীন সাংবাদিক সুশীল সেন গুপ্ত, মৌলভীবাজার জেলা শ্রমিকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, টিলাগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল মালিক, ব্রাহ্মনবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমদুদ হোসেন, হাজিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো: আব্দুল বাছিত বাচ্চু, জাসদের কেন্দ্রী নিবার্হী কমিটির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক গিয়াস উদ্দিন, কুলাউড়া উপজেলা ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মইনুল ইসলাম শামিম, যুগ্ম সাধারণ সম্পাদক আতিকুর রহমান আকই, ব্যবসায়ী মুস্তাফিজুর রহমান উজ্জল, গণফোরাম নেতা মোতাহির আলম, আদিবাসী নেত্রী বাবলি তালাং, হিরা মিয়া, ভাটেরা ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক বদরুল আলম সিদ্দিকী নানু, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সভাপতি নিয়াজুল তায়েফ, চয়চন্ডী ইউনিয়নের ইউপি সদস্য আব্দুল খালিক, পৃথিমপাশা ইউনিয়নের ইউপি সদস্য আব্বাছ আলী, মতাহির আলম চৌধুরী, হাফিজ জয়নাল জয়নাল আবেদিন, শেলী বেগম প্রমূখ।

Post a Comment

Previous Post Next Post