নেইল ব্রুমকে ফেরালেন নাসির

নেইল ব্রুমকে ফেরালেন নাসির
স্পোর্টস ডেস্কঃ শুরুর ধাক্কা সামলে ওঠে নিউজিল্যান্ড। দ্বিতীয় উইকেটে নেইল ব্রুমকে নিয়ে ১৩৩ রানের জুটি গড়েন টম ল্যাথাম। দারুণ জমে উঠেছিল এই জুটি। ক্রমশই ভয়ঙ্কর হয়ে ওঠা নেইল ব্রুমকে ফেরালেন নাসির হোসেন। স্কোয়ার লেগে সুইপ করতে চেয়েছিলেন ব্রুম। কিন্তু বল সোজা চলে যায় মাশরাফির হাতে। বিদায়ের আগে ৭৬ বলে ৭টি চারে ৬৩ রান করেছেন কিউই এই ব্যাটসম্যান।

এই রিপোর্ট লেখা পর্যন্ত নিউজিল্যান্ডের সংগ্রহ ২৯ ওভারে ২ উইকেট হারিয়ে ১৫৯ রান।

Post a Comment

Previous Post Next Post