প্রথম শ্রেণির ক্রিকেটকে গুডবাই সঙ্গাকারার

স্পোর্টস ডেস্ক:দু’বছর আগেই জাতীয় দলের জার্সিতে অবসর নিয়েছিলেন কুমার সঙ্গাকারা৷কিন্তু ইংল্যান্ডে চুটিয়ে কাউন্টি খেলছেন তিনি৷এবার প্রথম শ্রেণির ক্রিকেটকেও অবসর জানাতে চলেছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ব্যাটসম্যান৷আগামী সেপ্টেম্বরেই কাউন্টি চ্যাম্পিয়নশিপের মরশুম শেষ হবে৷তারপরেই অবসর নেবেন শ্রীলঙ্কার প্রাক্তন অধিনায়ক৷এমনটাই জানিয়েছেন তিনি৷ ২০১৫-তে সারেতে যোগ দেন তিনি৷এখনও বেশ ভালো ফর্মেই রয়েছেন সঙ্গাকারা৷গত মরশুমে হাজার রানও করা হয়ে গিয়েছে তাঁর৷চলতি সপ্তাহে মিডলসেক্সের বিরুদ্ধে দু’টি সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি৷সঙ্গাকারা বলছেন,‘‘ মাসখানেকের মধ্যেই আমি চল্লিশে পা দেব৷শেষবারের মতো চারদিনের ম্যাচ খেলছি৷প্রথম শ্রেণির ক্রিকেটে আমার সময় ফুরিয়ে এসেছে৷’’ সঙ্গাকারা কিন্তু এখনই বাইশ গজকে আলবিদা বলছেন না৷২০১৮ পর্যন্ত টি-২০ খেলবেন তিনি৷সম্ভবত ক্যারিবিয়ান প্রিমিয়র লিগে দেখা যেতে পারে তাঁকে৷

Post a Comment

Previous Post Next Post