বিরাটদের হারাল প্রীতির পঞ্জাব

বিরাটদের ১৯ রানে হারালো হারাল প্রীতির পঞ্জাব
স্পোর্টস ডেস্কঃ ১৩৮ রান তাড়া করে ১১৯ রানে অল-আউট রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

বিরাটদের ১৯ রানে হারিয়ে প্লে-অফের আশা জিইয়ে রাখল প্রীতির পঞ্জাব।

১০ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ৫ নম্বরে কিংস ইলভেন। আর টানা পাঁচ ম্যাচে হার আরসিবি-র। ১২ ম্যাচে ৫ পয়েন্ট নিয়ে লিগ টেবলে ‘লাস্ট বয়’ আরসিবি।

রবিবার চিন্নাস্বামীতেই কেকেআর-এর বিরুদ্ধে নামবে বিরাটরা।

Post a Comment

Previous Post Next Post