কমলগঞ্জ প্রতিনিধিঃ পবিত্র মাহে রামদ্বান উপলক্ষে প্রতি বছরের মতো ঐতিহ্যবাহী রসুলপুর যুব সংঘের পক্ষ থেকে অসহায়,হতদরিদ্র পরিবারে মধ্যে ইফতার, খাদ্য সামগ্রী বিতরন ও আলোচনা অনুষ্টান অনুষ্টিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের সম্মানীত প্যানেল চেয়ারম্যান-১ জনাবা তফাদার রিজুয়ানা ইয়াসমিন সুমি।
ইঞ্জিনিয়ার আরজান আলীর সভাপতিত্বে ও হাবিবুল ইসলাম ইমনের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২নং পতনঊষার ইউনিয়নের সাবেক প্যানেল চেয়ারম্যান ১নং ওয়ার্ড সদস্য জনাব রিপন ইসলাম ময়নুল, হুয়রুননেছা চৌধুরী কলেজের অধ্যক্ষ জনাব সামাদ আহমদ, ২নং পতনঊষার ইউনিয়নের ৪নং ওয়ার্ডের সদস্য জনাব সায়েক আহমদ, ২নং ওয়ার্ডের সদস্য জনাব কদ্দুস মিয়া, খায়রুননেছা দাখিল মাদ্রাসার সম্মানিত সুপার জনাব নজরুল ইসলাম ফারুক, সাবেক ইউ,পি সদস্য জনাব এনামুল হক ইনাম, খায়রুননেছা খাতুন চৌঃ কলেজের প্রভাষক জনাব বয়তুল হক চৌধুরী, কমলগঞ্জ উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি জনাব শাওন খান জসিম। অনুষ্টান শেষে সকল অসহায় হতদরিদ্রর মানুষদের মাঝে খাদ্য সামগ্রী তাদের হাতে তুলে দেন অতিথিবৃন্দ।