বিনোদন ডেস্কঃ এক আলোকচিত্রে দেখা যাচ্ছে আগাগোড়া শরীর কালো পোশাকে ঢাকা মিমের। ঘাড়ে ব্যাগ, পায়ে বুট। রয়েছেন সিরিয়াস মুডে! দেখেই বোঝা যাচ্ছে বড় কোনো অভিযানে যাচ্ছেন এই লাক্স সুন্দরী!
কিন্তু তিনি যাচ্ছেনটা কোথায়? আর কেনই বা এমন সাজগোজ নিয়েছেন? জানতে চাইলে মিমের জবাব, ‘সিরিয়াস কিছু না। এটা ছবির শুটিংয়ের গেটআপ। ছবির নাম ‘ইয়েতির অভিযান’। যৌথ প্রযোজনায় নির্মিত হচ্ছে।’
এই ছবির পরিচালক কলকাতার সৃজিত মুখার্জি। গেল সপ্তাহে কলকাতায় ছবির শুটিং শুরু হয়েছে। প্রথম লটের শুটিং সেরে মিম দেশে ফিরেছেন। শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে এই লাক্স তারকা বলেন, ‘একটা বদ্ধ ঘরে কয়েকদিন শুটিং করেছি। ভয়ানক সব অভিজ্ঞতার মুখোমুখি হয়েছি। তারপরও কাজটা ঠিকমত হয়েছে।’
ছবিতে চরিত্রের বিষয়ে জানতে চাইলে মিম বললেন, ‘চরিত্র নিয়ে এখনই কিছু বলবো না। বলা নিষেধ আছে। শুধু এটুকু বলতে পারি, চরিত্রটা আমার জন্য অনেক চ্যালেঞ্জের। কারণ এ রকম চরিত্রে এর আগে আমাকে কেউ সত্যিই দেখেননি। আমি নিজেও এক্সাইটেড এই ছবি নিয়ে।’
২০১৩ সালে সুনীল গঙ্গোপাধ্যায়ের ‘কাকাবাবু’ সিরিজের ‘মিশর রহস্য’ ছবিটি নির্মাণ করেছিলেন সৃজিত মুখার্জি। এবার তিনি বানাচ্ছেন ‘কাকাবাবু’ সিরিজের ‘পাহাড়চূড়ায় আতঙ্ক’ উপন্যাস নিয়ে সিনেমা ‘ইয়েতির অভিযান’। ঢাকার জাজ মাল্টিমিডিয়া ও কলকাতার ভেঙ্কটেশ ফিল্মস যৌথ আয়োজনে ছবিটি নির্মিত হচ্ছে।
এই ছবিতে কাকাবাবুর ভূমিকায় অভিনয় করছেন প্রসেনজিত। এছাড়াও দেখা যাবে ফেরদৌসসহ দুই বাংলার অনেক প্রিয় মুখের উপস্থিতি।