বিশেষ প্রতিনিধিঃ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তৃণমুলে জনসাধারণের কাছে তুলে ধরার লক্ষ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বহিরাঙ্গন নামক একটি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
গতকাল রোববার বিকালে শ্রীমঙ্গলের জেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ বেতার, সিলেট এর আয়োজনে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্তিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ ও স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব উপাধ্যক্ষ মো: আব্দুস শহীদ এমপি।
বাংলাদেশ বেতার সিলেট এর আঞ্চলিক পরিচালক মো: ফখরুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সিলেট বেতারের উপ-আঞ্চলিক পরিচালক মো: জাকিরুল ইসলাম, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাাধারণ সম্পাদক এম ইদ্রিস আলী, শ্রীমঙ্গল সদর ইউনিয়নের চেয়ারম্যান ভানু লাল রায় ও বেতার শ্রীমঙ্গল প্রতিনিধি মো: মামুন আহমদ প্রমুখ। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ১০টি বিশেষ উদ্যোগসহ সরকারের গৃহীত বিভিন্ন উন্নয়নমুলক কর্মকান্ড তৃণমুলে জনসাধারণের কাছে তুলে ধরা হয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সিলেট বেতারের শিল্পিদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।