বড়লেখায় দেড়শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা

বড়লেখায় দেড়শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা
বড়লেখা প্রতিনিধিঃ মৌলভীবাজারের বড়লেখায় এবারের এসএসসি পরীক্ষায় উর্ত্তীণ প্রায় দেড়শতাধিক কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা দিয়েছে ছাত্রলীগ। বড়লেখা ডিগ্রি কলেজ ছাত্রলীগের আয়োজনে বুধবার বিকেল ৪টার দিকে পৌরসভা হলরুমে এ অনুষ্ঠান হয়। এতে সভাপতিত্ব করেন কলেজ ছাত্রলীগ সভাপতি ইমরান হোসেন।

অনুষ্ঠানে কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু’র সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. শাহাব উদ্দিন এমপি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক একেএম হেলাল উদ্দিন, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, সদর ইউপি চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক এপিপি গোপাল দত্ত, উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছালেহ্ আহমদ জুয়েল, জেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান রনি, উপজেলা ছাত্রলীগের সভাপতি তানিমুল ইসলাম তানিম, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদ, হাফিজুর রহমান, মেহেদী হাসান কবির, সাংগঠনিক সম্পাদক সুমন আহমদ, জুনেদ আহমদ, পৌর ছাত্রলীগের সভাপতি ছিদ্রাতুল কাদের আবির, সাধারণ সম্পাদক রাহেন পারভেজ রিপন, কলেজ ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ আহমদ প্রমুখ। আলোচনাসভা শেষে কৃতি শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট তুলে দেন অতিথিবৃন্দ।

Post a Comment

Previous Post Next Post