নতুন মাইলফলকে মাহমুদুল্লাহ

নতুন মাইলফলকে মাহমুদুল্লাহ
স্পোর্টস ডেস্কঃ দেশের বাইরে গতকাল নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ উইকেটের দুর্দান্ত এক জয় পেয়েছে টাইগাররা। এ জয়ে ৪৬ রানের অপরাজিত ইনিংস খেলে বড় অবদান রাখেন মাহমুদুল্লাহ রিয়াদ। আর এই রান করার পথে ওয়ানডেতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।

ডাবলিনে কাল ২৯৭২ রান নিয়ে মাঠে নামেন মাহমুদুল্লাহ। অপেক্ষাটা ছিল মাত্র ২৮ রানের। যা সহজেই পেরিয়ে যান টাইগার এই মিডল অর্ডার ব্যাটসম্যান। তাঁর ওয়ানডে রান এখন ৩০১৮।

মাহমুদুল্লাহর আগে তিন হাজার ক্লাবে প্রবেশ করেছেন আরও চারজন। তারা হলেন তামিম ইকবাল (৫৪৫০), সাকিব আল হাসান (৪৮১৫), মুশফিকুর রহিম (৪২৩৫) ও মোহাম্মদ আশরাফুল (৩৪৬৮)।

Post a Comment

Previous Post Next Post