চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাটের ডেপুটি হতে পারেন রোহিত

স্পোর্টস ডেস্ক:দশম আইপিএল-এ মুম্বই ইন্ডিয়ান্সকে চ্যাম্পিয়ন করানোর পর এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বিরাট কোহলির দলের ডেপুটির ভূমিকায় দেখা যেতে পারে রোহিত শর্মাকে৷ বোর্ড সূত্রের খবর , নির্বাচকরা এখনও পর্যন্ত এই টুর্নামেন্টে সহ অধিনায়কের নাম ঘোষণা করেননি৷ চ্যাম্পিয়ন্স ট্রফিতে রোহিতকেই সেই দায়িত্ব দিতে পারে বোর্ড৷ এমনটাই জানা যাচ্ছে৷ ভাইস ক্যাপ্টেনসি নিয়ে ভাবতে চান না রোহিত তিনি বলছেন, ‘এই মুহূর্তে এসব নিয়ে ভেবে সময় নষ্ট করতে চাই না৷ সুযোগ আসলে সেটা কাজে লাগাতে চাইব৷’ বর্ডার-গাভাস্কর ট্রফিতে কাধেঁ চোট পেয়ে ধরমশালা টেস্টে দলকে নেতৃত্ব দিতে পারেননি বিরাট৷ সেসময় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজ জয়ের দায়িত্ব পড়েছিল অজিঙ্ক রাহানের উপর৷ শেষ টেস্টে বিরাটের অনুপস্থিতিতে দলকে জিতিয়ে ২-১’এ সিরিজ পকেটে পুড়েছিল অজিঙ্ক৷ ফেব্রুয়ারিতে শেষবার পাঁচদিনের ক্রিকেটে অধিনায়কের দায়িত্ব ছিলেন তিনিই৷ সাম্প্রতিক সময়ের বিচারে সীমিত ওভারের ক্রিকেটে রোহিতের উপর আস্তা রাখছে বোর্ড৷ সূত্রের খবর বোর্ডের পক্ষ থেকে ভারতীয় দলের সঙ্গে দুই নির্বাচক দেবাং গান্ধী ও এমএসকে প্রসাদ উড়ে যেতে পারেন ইংল্যান্ডে৷

Post a Comment

Previous Post Next Post