রোববার থেকে রোজা

রোজা রোববার থেকে
অনলাইন ডেস্কঃ দেশের আকাশে শুক্রবার কোথাও চাঁদ দেখা যায়নি। ফলে রোববার (২৮ মে) থেকে পবিত্র মাহে রমজান শুরু হবে। শনিবার (২৭ মে) দিবাগত রাতে সেহরি খেয়ে ধর্মপ্রাণ মুসলিমরা রোজা রাখবেন। শনিবার এশার নামাজের পর প্রথম তারাবিহ নামাজ।

শুক্রবার সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ-এর সম্মেলন কক্ষে চাঁদ দেখা কমিটির বৈঠক হয়। ধর্মমন্ত্রী অধ্যাপক মতিউর রহমানের এতে সভাপতিত্ব করেন। বৈঠক শেষে রোববার থেকে বাংলাদেশে রোজা শুরু হবে বলে জানানো হয়।

ফাউন্ডেশনের জনসংযোগ কর্মকর্তা নিজামউদ্দিন এ তথ্য জানিয়েছেন।

প্রথম রোজার সেহরির শেষ সময় ৩টা ৪১ মিনিটে ও ইফতার সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটে।

Post a Comment

Previous Post Next Post