কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রি বিতরণ

কুলাউড়ায় রাশিদ আলী ফাউন্ডেশনের খাদ্য সামগ্রি বিতরণ
স্টাফ রিপোর্টারঃ পবিত্র মাহে রমজান উপলক্ষে রাশিদ আলী ফাউন্ডেশনের উদ্যোগে ও ফাউন্ডেশনের চেয়ারম্যান লোকমান হোসাইন আনুর অর্থায়নে ভুকশিমইল ইউনিয়ন ও কুলাউড়া পৌরসভার দুই শতাধিক পরিবারকে খাদ্য সামগ্রি দেয়া হয়েছে।

বুধবার (২৪ মে) সকালে ভুকশিমইল ইউনিয়নের বাদে ভুকশিমইল গ্রামে ও কুলাউড়ায় সাপ্তাহিক সীমান্তের ডাকের কার্যালয়ে খাদ্য সামগ্রি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) সিলেটের সভাপতি ও ফাউন্ডেশনের উপদেষ্ঠা অধ্যাপক ডা. রুকন উদ্দিন আহমদ। ফাউন্ডেশনের উপদেষ্ঠা সাংবাদিক মোক্তাদির হোসেনের সভাপতিত্বে ও সমাজসেবক সুজেল আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার জেলা পরিষদের সদস্য শিরীন আক্তার চৌধুরী মুন্নি, কুলাউড়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ফারুক আহমদ, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতিন, কুলাউড়া উপজেলা সেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম-আহ্বায়ক হোসেন মোহাম্মদ মনসুর, কুলাউড়া উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল মতলিব, মানব ঠিকানার সাহিত্য সম্পাদক শহীদুল ইসলাম তনয়, মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবির, কুলাউড়া সাংবাদিক সমিতির সহ-সম্পাদক শরীফ আহমদ, কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, যুবলীগ নেতা আতাউর রহমান আতিক, আবুল বাশার, সুনির্মল দত্ত, রাশিদ আলী ফাউন্ডেশনের সদস্য হাজী ফয়জুর রহমান, নাজমিন আক্তার সেবি, রানু বেগম, হাসিনা আক্তার, হাবিবা সুলতানা শিল্পী প্রমুখ।

অনুষ্ঠানে প্রত্যেক হতদরিদ্র পরিবারকে ৫ কেজি চাল, ১ কেজি চোলা, ২ লিটার সোয়াবিন তেল প্রদান করা হয়।

Post a Comment

Previous Post Next Post