ব্রাম্মনবাজার শ্রমিকপরিবহনের আয়োজনে মহান শ্রমিক দিবস পালিত

মঈনুর রহমান সাহান: কুলাউড়া উপজেলার ব্রাম্মনবাজার ইউনিয়নে শ্রমিক পরিবহন গ্রুপ কমিঠির আয়োজনে মহান শ্রমিকদিবস পালিত হয়েছে।  ১মে রোজ সোমবার সকাল ১০টা র‍্যালির মধ্যে দিয়ে শুরু হয় শ্রমিক দিবসের কার্যক্রম। র‍্যালিটি ব্রাম্মনবাজার পিকআপ স্ট্যান্ড থেকে শুরু করে পৃর্ব ব্রাম্মনবাজার সিএনজি স্ট্যান্ডে গিয়ে শেষ হয়। এরপর আলোচনা সভায়  ব্রাম্মনবাজার শ্রমিক পরিবহন গ্রুপ কমিটির সভাপতি রিংকু ধর এর পরিচালনায় বক্তব্য রাখেন ট্রাক গ্রুপ কমিঠির সম্পাদক আকলিছ মিয়া ,ব্রাম্মনবাজার গ্রুপ কমিঠির সাবেক উপদেস্টা মতিন মিয়া,সিএনজি গ্রুপ কমিঠির সাবেক সাধারন সম্পাদক আব্দুস সহিদ শাহ,সহ-সভাপতি মিনু মিয়া, সহ-সভাপতি নজরুল মিয়া, সাধারন সম্পাদক আবু মিয়া,সাংগঠনিক সম্পাদক আজমল মিয়া,কোষাধ্যক্ষ লিটন দেব। এরপর শ্রমিকদের উদ্দেশ্য দোয়া করেন ব্রাম্মনবাজার মাদ্রাসার ইমাম মোঃ আব্দুর রহমান।

Post a Comment

Previous Post Next Post